০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ফেনীতে রেলে কাটা পড়া, হোটেলে হঠাৎ মৃত্যু এবং গাছের নিচে চাপা পড়ে—পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেললাইন এলাকায় অজ্ঞাত এক যুবক রেলে কাটা পড়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ সদস্য মহসিন মিঞা।
অন্যদিকে ফেনী শহরের ইসলামপুর রোডের নাদিয়া হোটেলে নাস্তা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০)। তিনি শহরের এসএসকে সড়কের সিঙ্গার সার্ভিস সেন্টারের কর্মচারী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার রাজবাড়ি গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। নিহতের স্বজন আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া একই দিন দুপুরে সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে নিহত হন মোহাম্মদ মুসা (৩৪)। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার কালিদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
তিনজনের লাশই ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডাঃ সোহেব উদ্দিন নিলয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ফেনীতে রেলে কাটা পড়া, হোটেলে হঠাৎ মৃত্যু এবং গাছের নিচে চাপা পড়ে—পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেললাইন এলাকায় অজ্ঞাত এক যুবক রেলে কাটা পড়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ সদস্য মহসিন মিঞা।
অন্যদিকে ফেনী শহরের ইসলামপুর রোডের নাদিয়া হোটেলে নাস্তা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০)। তিনি শহরের এসএসকে সড়কের সিঙ্গার সার্ভিস সেন্টারের কর্মচারী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার রাজবাড়ি গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। নিহতের স্বজন আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া একই দিন দুপুরে সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে নিহত হন মোহাম্মদ মুসা (৩৪)। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার কালিদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
তিনজনের লাশই ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডাঃ সোহেব উদ্দিন নিলয়।

এমআর/সবা