০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড ৯৮/৫, বাংলাদেশ ৩৭৮ রানে এগিয়ে

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক ম্যাচে বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। পরে সেঞ্চুরি করেন লিটন দাসও। তাদের ব্যাটে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে থামে বাংলাদেশ। জবাবে নেমে ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৩৭৮ রানে এগিয়ে থেকে ঢাকা টেস্টের লাগাম হাতে রেখেছে স্বাগতিকরা।

মুশফিক-লিটনের সেঞ্চুরি: মুশফিকুর রহিমের ১৩তম সেঞ্চুরির ইনিংস ১০৬ রানে থামে। তিনি ২১৩ বল খেলে পাঁচটি চারের শট ইনিংস সাজান। লিটন দাস ১৯২ বলে ১২৮ রান করে আউট হন। তিনি আটটি চার ও চারটি ছক্কায় দ্রুত দলের রান বাড়িয়ে নেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে দেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিন হাজার রান ছাড়িয়েছেন তিনি। ফিফটির আশা দেখিয়ে মেহেদী মিরাজ ৪৭ রানে আউট হন।

 

স্পিন ত্রয়ীর ঘূর্ণি: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের তিন স্পিনার তাইজুল ইসলাম, হাসান মুরাদ ও মেহেদী মিরাজের ঘূর্ণি জালে পড়েছে আইরিশরা। তাদের চার উইকেট নিয়েছেন এই স্পিন ত্রয়ী। এর মধ্যে মুরাদ ২ উইকেট নিয়েছেন। মিরাজ-তাইজুলের সঙ্গে একটি করে উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ।

আয়ারল্যান্ড ওপেনিংয়ে ভালো শুরুর আভাস দিয়েছিল। ৪১ রানের ওপেনিং জুটিতে পল র্স্টালিং ২৭ বলে ২৬ রান করেন। অন্য ওপেনার আন্দ্রে বালবির্নি ২১ রানে ফিরে যান। পরে কেদে কারমাইকেল ১৭ রান করে ফেরেন। হ্যারি টেক্টর ১৪ ও কার্টুস ক্যাম্পার শূন্য করেন। লরকান টাকার ১১ রান নিয়ে দিন শেষ করেছেন। তার সঙ্গী স্টিফেন দোহনি।

প্রথম দিন মুশফিক ৯৯ রানে অপরাজিত: প্রথম দিনের ৯০ ওভার শেষে ৯৯ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। আরও একটা ওভার খেলানো যায় কিনা আলাপ উঠলেও শেষ পর্যন্ত স্টাম্পের বেল ফেলে দেন আম্পায়ার। এক রানের অপেক্ষায় একটা রাত পার করতে হয়েছে মুশফিকের।

 

মুমিনুল-মুশফিকের জুটি: ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫২ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় যথাক্রমে ৩৫ ও ৩৪ রান করে সাজঘরে ফিরে যান। পরেই নাজমুল শান্ত ফিরলে ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মুমিনুল হক ও মুশফিকুর রহিম ১০৭ রানের জুটি গড়েন। মুমিনুল ৬৩ রান যোগ করে আউট হয়ে যান।

মুশফিক-লিটনে কর্তৃত্ব: প্রথম দিনের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট হাতে কর্তৃত্বই করছে। শেষ বেলায় সেঞ্চুরির পথে থাকা মুশফিকের সঙ্গে নির্ভার দিন কাটান লিটন দাস। আইরিশদের কোন সুযোগ না দিয়ে তিনি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। দু’জন ৯০ রান যোগ করে দিন শেষ করে।

অ্যান্ডি ম্যাকব্রিনির লড়াই: প্রথম দিন আয়ারল্যান্ড হাতের হাতে থাকা সকল বোলিং অস্ত্রই ব্যবহার করেছে। ছয় বোলার দিয়ে ৯০ ওভার বোলিং করালেও প্রথম চার ব্রেক থ্রুই দেন দলটির স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনি। ইনিংসের শেষ দুই উইকেটও নেন তিনি। দ্বিতীয় দিন ম্যাথু হামফ্রিজ ও গাভিন হোয়ে দুটি করে উইকেট নেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী

দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড ৯৮/৫, বাংলাদেশ ৩৭৮ রানে এগিয়ে

আপডেট সময় : ০৬:১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক ম্যাচে বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। পরে সেঞ্চুরি করেন লিটন দাসও। তাদের ব্যাটে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে থামে বাংলাদেশ। জবাবে নেমে ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৩৭৮ রানে এগিয়ে থেকে ঢাকা টেস্টের লাগাম হাতে রেখেছে স্বাগতিকরা।

মুশফিক-লিটনের সেঞ্চুরি: মুশফিকুর রহিমের ১৩তম সেঞ্চুরির ইনিংস ১০৬ রানে থামে। তিনি ২১৩ বল খেলে পাঁচটি চারের শট ইনিংস সাজান। লিটন দাস ১৯২ বলে ১২৮ রান করে আউট হন। তিনি আটটি চার ও চারটি ছক্কায় দ্রুত দলের রান বাড়িয়ে নেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে দেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিন হাজার রান ছাড়িয়েছেন তিনি। ফিফটির আশা দেখিয়ে মেহেদী মিরাজ ৪৭ রানে আউট হন।

 

স্পিন ত্রয়ীর ঘূর্ণি: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের তিন স্পিনার তাইজুল ইসলাম, হাসান মুরাদ ও মেহেদী মিরাজের ঘূর্ণি জালে পড়েছে আইরিশরা। তাদের চার উইকেট নিয়েছেন এই স্পিন ত্রয়ী। এর মধ্যে মুরাদ ২ উইকেট নিয়েছেন। মিরাজ-তাইজুলের সঙ্গে একটি করে উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ।

আয়ারল্যান্ড ওপেনিংয়ে ভালো শুরুর আভাস দিয়েছিল। ৪১ রানের ওপেনিং জুটিতে পল র্স্টালিং ২৭ বলে ২৬ রান করেন। অন্য ওপেনার আন্দ্রে বালবির্নি ২১ রানে ফিরে যান। পরে কেদে কারমাইকেল ১৭ রান করে ফেরেন। হ্যারি টেক্টর ১৪ ও কার্টুস ক্যাম্পার শূন্য করেন। লরকান টাকার ১১ রান নিয়ে দিন শেষ করেছেন। তার সঙ্গী স্টিফেন দোহনি।

প্রথম দিন মুশফিক ৯৯ রানে অপরাজিত: প্রথম দিনের ৯০ ওভার শেষে ৯৯ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। আরও একটা ওভার খেলানো যায় কিনা আলাপ উঠলেও শেষ পর্যন্ত স্টাম্পের বেল ফেলে দেন আম্পায়ার। এক রানের অপেক্ষায় একটা রাত পার করতে হয়েছে মুশফিকের।

 

মুমিনুল-মুশফিকের জুটি: ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫২ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় যথাক্রমে ৩৫ ও ৩৪ রান করে সাজঘরে ফিরে যান। পরেই নাজমুল শান্ত ফিরলে ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মুমিনুল হক ও মুশফিকুর রহিম ১০৭ রানের জুটি গড়েন। মুমিনুল ৬৩ রান যোগ করে আউট হয়ে যান।

মুশফিক-লিটনে কর্তৃত্ব: প্রথম দিনের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট হাতে কর্তৃত্বই করছে। শেষ বেলায় সেঞ্চুরির পথে থাকা মুশফিকের সঙ্গে নির্ভার দিন কাটান লিটন দাস। আইরিশদের কোন সুযোগ না দিয়ে তিনি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। দু’জন ৯০ রান যোগ করে দিন শেষ করে।

অ্যান্ডি ম্যাকব্রিনির লড়াই: প্রথম দিন আয়ারল্যান্ড হাতের হাতে থাকা সকল বোলিং অস্ত্রই ব্যবহার করেছে। ছয় বোলার দিয়ে ৯০ ওভার বোলিং করালেও প্রথম চার ব্রেক থ্রুই দেন দলটির স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনি। ইনিংসের শেষ দুই উইকেটও নেন তিনি। দ্বিতীয় দিন ম্যাথু হামফ্রিজ ও গাভিন হোয়ে দুটি করে উইকেট নেন।

এমআর/সবা