০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুন্ডামি-মাস্তানির ভয় দেখিয়ে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ নেই : মীর নেওয়াজ আলী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, গুন্ডামি-সন্ত্রাসী ও মান্তানির ভয় দেখিয়ে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। কেন্দ্র দখল করে জনগণের ভোট ছাড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এমপি হওয়ার সুযোগ আর থাকবে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানী লালবাগ ২৪ নং ওয়ার্ড শহীদ নগর এলাকা ঘুরে ঘুরে পথসভায় তিনি এসব কথা বলেন।

মীর নেওয়াজ আলী আরও বলেন, আগামীতে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে এগোবে। গত ১৭ বছরের রাজনীতিতে আমরা দেখেছি- ধর-মার-খা সংস্কৃতি। যারা জনপ্রতিনিধি হন, তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে লুটপাট করেন। একটি মসজিদের জন্য তিন লাখ টাকার বরাদ্দ এলে সেখানে দেড় লাখ টাকা দেওয়া হয়। রাস্তার জন্য ২ কোটি টাকার বরাদ্দ এলে বাস্তবে এক কোটি টাকার কাজও হয় না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যৈষ্ঠ সদস্য আনোয়ার পারভেজ বাদল এর সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মীর আশরাফ আলী আজম। এ সময় উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল আজিজ, লালবাগ থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন বাবুল, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম সারওয়ার শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান জনি, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাইজুদ্দিন মাইজু, লালবাগ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন স্বপন, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক গোলাম মোস্তফা পিয়ার, লালবাগ থানা বিএনপি’র নেতা হাজী রফিকুল ইসলাম রফিক, ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলামিন রানা, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র আজিমপুর বটতলা ইউনিটের সভাপতি আরমান হোসেন বাদল, ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আলামিন রুবেল, ২৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আদনান আহাম্মেদ ইমন, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইয়াকিন হোসেন হৃদয়সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, মীর নেওয়াজ আলী নেওয়াজ ঢাকা-৭ আসন (লালবাগ চক বাজার -বংশাল কোতোয়ালী ও কামরাঙ্গীরচর) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি জানান। এ আসনে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। গুঞ্জন রয়েছে, জোট গঠিত হলে এ আসনটি বিএনপি জন্য বড় একটি শক্তি। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে দেখা যাচ্ছে মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামায়াতে ইসলামী নেতা হাফেজ এনায়েতউল্লা।

এদিকে স্থানীয়রা জানান, এনায়েতুল্লাহ যেমন পয়সাওয়ালা এবং পতিত আওয়ামী লীগের দলীয় শীর্ষ নেতাদের সাথে তার ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। বিগত সময়ে এলাকার সাবেক এমপি হাজী সেলিমের সাথে যোগাযোগ ছিল, এখনো তিনি হাজী সেলিমের কিছু বাহিনীকে লালন-পালন করছেন বলে গুঞ্জন রয়েছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ভোটের লড়াইয়ে ওই বাহিনীকে ব্যবহার করার আশঙ্কাও করছেন স্থানীয় সাধারণ ভোটাররা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নান্দাইলে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

গুন্ডামি-মাস্তানির ভয় দেখিয়ে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ নেই : মীর নেওয়াজ আলী

আপডেট সময় : ০৬:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, গুন্ডামি-সন্ত্রাসী ও মান্তানির ভয় দেখিয়ে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। কেন্দ্র দখল করে জনগণের ভোট ছাড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এমপি হওয়ার সুযোগ আর থাকবে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানী লালবাগ ২৪ নং ওয়ার্ড শহীদ নগর এলাকা ঘুরে ঘুরে পথসভায় তিনি এসব কথা বলেন।

মীর নেওয়াজ আলী আরও বলেন, আগামীতে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে এগোবে। গত ১৭ বছরের রাজনীতিতে আমরা দেখেছি- ধর-মার-খা সংস্কৃতি। যারা জনপ্রতিনিধি হন, তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে লুটপাট করেন। একটি মসজিদের জন্য তিন লাখ টাকার বরাদ্দ এলে সেখানে দেড় লাখ টাকা দেওয়া হয়। রাস্তার জন্য ২ কোটি টাকার বরাদ্দ এলে বাস্তবে এক কোটি টাকার কাজও হয় না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যৈষ্ঠ সদস্য আনোয়ার পারভেজ বাদল এর সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মীর আশরাফ আলী আজম। এ সময় উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল আজিজ, লালবাগ থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন বাবুল, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম সারওয়ার শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান জনি, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাইজুদ্দিন মাইজু, লালবাগ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন স্বপন, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক গোলাম মোস্তফা পিয়ার, লালবাগ থানা বিএনপি’র নেতা হাজী রফিকুল ইসলাম রফিক, ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলামিন রানা, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র আজিমপুর বটতলা ইউনিটের সভাপতি আরমান হোসেন বাদল, ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আলামিন রুবেল, ২৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আদনান আহাম্মেদ ইমন, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইয়াকিন হোসেন হৃদয়সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, মীর নেওয়াজ আলী নেওয়াজ ঢাকা-৭ আসন (লালবাগ চক বাজার -বংশাল কোতোয়ালী ও কামরাঙ্গীরচর) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি জানান। এ আসনে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। গুঞ্জন রয়েছে, জোট গঠিত হলে এ আসনটি বিএনপি জন্য বড় একটি শক্তি। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে দেখা যাচ্ছে মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামায়াতে ইসলামী নেতা হাফেজ এনায়েতউল্লা।

এদিকে স্থানীয়রা জানান, এনায়েতুল্লাহ যেমন পয়সাওয়ালা এবং পতিত আওয়ামী লীগের দলীয় শীর্ষ নেতাদের সাথে তার ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। বিগত সময়ে এলাকার সাবেক এমপি হাজী সেলিমের সাথে যোগাযোগ ছিল, এখনো তিনি হাজী সেলিমের কিছু বাহিনীকে লালন-পালন করছেন বলে গুঞ্জন রয়েছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ভোটের লড়াইয়ে ওই বাহিনীকে ব্যবহার করার আশঙ্কাও করছেন স্থানীয় সাধারণ ভোটাররা।

এমআর/সবা