০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এড. আবেদ রাজার মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কুলাউড়ায় ‘রোড মার্চ’ কর্মসূচি রবিবার

মৌলভীবাজার-২ (কুলাউড়া), জাতীয় সংসদীয় আসন ২৩৬–এ বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চিত দলীয় ত্যাগী নেতা এডভোকেট আবেদ রাজার পক্ষে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। ধানের শীষ প্রতীকে তার মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আগামী ২৩ নভেম্বর (রবিবার) কুলাউড়ায় ‘রোড মার্চ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আজ ২১ নভেম্বর (শুক্রবার) উপজেলা বিএনপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এডভোকেট আবেদ রাজার মনোনয়ন পুনর্বিবেচনা পরিষদের আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন জুনেদ। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর স্মারকলিপির দাবিতে পৌর বিএনপির ব্যানারে স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। এ কার্যক্রম পরিচালনার জন্য শেখ শহিদুল ইসলামকে আহ্বায়ক, মোশাররফ হোসেন বাদশাকে সদস্য সচিব এবং আঃ রহমান নিয়াজী, পৌর যুগ্ম আহ্বায়ক আঃ মন্নান ও অলিউর রহমান চৌধুরী শিপলুকে উপদেষ্টা করে একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় এডভোকেট আবেদ রাজার নাম না থাকায় কুলাউড়াবাসী বিস্মিত ও ক্ষুব্ধ। দীর্ঘ ১৭ বছর তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করে বহুবার কারাবরণ, হামলা-মামলা ও আহত হওয়ার শিকার হয়েছেন। দেশনেত্রীর মুক্তির দাবিতে কুলাউড়া স্বাধীনতা স্মৃতি সৌধে একা আমরণ অনশন, ২০২৩ সালের ৭ নভেম্বর পুলিশের বাধা উপেক্ষা করে একা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতসহ নানা আন্দোলনে সামনের সারিতে থেকে অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ পরিস্থিতিতে কুলাউড়াবাসীর একটাই দাবি—এডভোকেট আবেদ রাজার মনোনয়ন পুনর্বিবেচনা করে তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

এড. আবেদ রাজার মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কুলাউড়ায় ‘রোড মার্চ’ কর্মসূচি রবিবার

আপডেট সময় : ১১:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মৌলভীবাজার-২ (কুলাউড়া), জাতীয় সংসদীয় আসন ২৩৬–এ বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চিত দলীয় ত্যাগী নেতা এডভোকেট আবেদ রাজার পক্ষে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। ধানের শীষ প্রতীকে তার মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আগামী ২৩ নভেম্বর (রবিবার) কুলাউড়ায় ‘রোড মার্চ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আজ ২১ নভেম্বর (শুক্রবার) উপজেলা বিএনপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এডভোকেট আবেদ রাজার মনোনয়ন পুনর্বিবেচনা পরিষদের আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন জুনেদ। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর স্মারকলিপির দাবিতে পৌর বিএনপির ব্যানারে স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। এ কার্যক্রম পরিচালনার জন্য শেখ শহিদুল ইসলামকে আহ্বায়ক, মোশাররফ হোসেন বাদশাকে সদস্য সচিব এবং আঃ রহমান নিয়াজী, পৌর যুগ্ম আহ্বায়ক আঃ মন্নান ও অলিউর রহমান চৌধুরী শিপলুকে উপদেষ্টা করে একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় এডভোকেট আবেদ রাজার নাম না থাকায় কুলাউড়াবাসী বিস্মিত ও ক্ষুব্ধ। দীর্ঘ ১৭ বছর তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করে বহুবার কারাবরণ, হামলা-মামলা ও আহত হওয়ার শিকার হয়েছেন। দেশনেত্রীর মুক্তির দাবিতে কুলাউড়া স্বাধীনতা স্মৃতি সৌধে একা আমরণ অনশন, ২০২৩ সালের ৭ নভেম্বর পুলিশের বাধা উপেক্ষা করে একা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতসহ নানা আন্দোলনে সামনের সারিতে থেকে অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ পরিস্থিতিতে কুলাউড়াবাসীর একটাই দাবি—এডভোকেট আবেদ রাজার মনোনয়ন পুনর্বিবেচনা করে তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা।

এমআর/সবা