০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের চিন্তা হবে শুধু ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে: বিএনপির এমপি প্রার্থী ফজলে হুদা

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাদেবপুর–বদলগাছী আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, “শিক্ষকদের দলীয় প্রতিনিধি হওয়া যাবে না। কাউকে খুশি করতে গিয়ে ক্লাসে রাজনীতি নয়—শিক্ষকদের একমাত্র চিন্তা হবে ছাত্রদের ভবিষ্যৎ।”

শনিবার (২২ নভেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুরের সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষকদের রাজনীতিতে জড়াতে বাধ্য করা হয়েছে, কিন্তু শহীদ জিয়াউর রহমান শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করতেন। বিএনপির আদর্শও সেটাই। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আপনি দলীয় কথা বলতে চাইলে দলের পদবী নিয়ে বলবেন, কারণ আপনি শিক্ষক—আপনার অবস্থান আলাদা।”

ছুটির দিনে সমাবেশে উপস্থিত হওয়ায় শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “শিক্ষকদের সামনে বড় চেয়ারে বসতে সংকোচ লাগে, কারণ শিক্ষকের সামনে আমরা আজীবন ছাত্র।”

ফজলে হুদা বাবুল দাবি করেন, বিএনপি সরকার আমলে দেশের অর্থনীতি ভালো ছিল। তিনি বলেন, “একজন ড্রাইভার যদি ৩০ হাজার টাকা বেতন পান আর শিক্ষক পান ১৮ হাজার, তাহলে দেশ এগোবে কীভাবে? তাই তারেক রহমান বলেছেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হলে তিনি শিক্ষকদের হয়রানি হতে দেবেন না। অবসরের পর শিক্ষকদের জন্য বিশেষ ফান্ড গঠনের উদ্যোগ এবং গরিব-অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মোকলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলীদেওনা রাইপুর নেছারিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ (অব.) মো. আবুল কালাম আজাদ, সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীনসহ অনেকে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হাজারো শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে অংশ নেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান

শিক্ষকদের চিন্তা হবে শুধু ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে: বিএনপির এমপি প্রার্থী ফজলে হুদা

আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাদেবপুর–বদলগাছী আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, “শিক্ষকদের দলীয় প্রতিনিধি হওয়া যাবে না। কাউকে খুশি করতে গিয়ে ক্লাসে রাজনীতি নয়—শিক্ষকদের একমাত্র চিন্তা হবে ছাত্রদের ভবিষ্যৎ।”

শনিবার (২২ নভেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুরের সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষকদের রাজনীতিতে জড়াতে বাধ্য করা হয়েছে, কিন্তু শহীদ জিয়াউর রহমান শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করতেন। বিএনপির আদর্শও সেটাই। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আপনি দলীয় কথা বলতে চাইলে দলের পদবী নিয়ে বলবেন, কারণ আপনি শিক্ষক—আপনার অবস্থান আলাদা।”

ছুটির দিনে সমাবেশে উপস্থিত হওয়ায় শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “শিক্ষকদের সামনে বড় চেয়ারে বসতে সংকোচ লাগে, কারণ শিক্ষকের সামনে আমরা আজীবন ছাত্র।”

ফজলে হুদা বাবুল দাবি করেন, বিএনপি সরকার আমলে দেশের অর্থনীতি ভালো ছিল। তিনি বলেন, “একজন ড্রাইভার যদি ৩০ হাজার টাকা বেতন পান আর শিক্ষক পান ১৮ হাজার, তাহলে দেশ এগোবে কীভাবে? তাই তারেক রহমান বলেছেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হলে তিনি শিক্ষকদের হয়রানি হতে দেবেন না। অবসরের পর শিক্ষকদের জন্য বিশেষ ফান্ড গঠনের উদ্যোগ এবং গরিব-অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মোকলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলীদেওনা রাইপুর নেছারিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ (অব.) মো. আবুল কালাম আজাদ, সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীনসহ অনেকে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হাজারো শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে অংশ নেন।

এমআর/সবা