০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

বাজার স্থিতিশীল রাখতে সরকার সিঙ্গাপুরের একটি সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও আবার বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার নন-বাসমতি চাল আমদানি করবে।

কোন দেশ থেকে চাল আসবে—এমন প্রশ্নে তিনি জানান, “নন-বাসমতি চালটা ভারত থেকেই আসবে। দাম প্রতিযোগিতামূলক ছিল। সরবরাহকারী সিঙ্গাপুরের হওয়ায় আমরা মান, দাম ও সময়মতো সরবরাহ—এই তিনটি বিষয়ই বিবেচনায় নিয়েছি।”

তিনি আরও বলেন, সরকার ডিসেম্বরের মধ্যেই সংশোধিত বাজেট প্রণয়ন সম্পন্ন করতে চায়।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের কারণে অতিরিক্ত ব্যয় প্রসঙ্গে উপদেষ্টা জানান, নির্বাচন ও গণভোট—দুটি আয়োজনেই অতিরিক্ত লজিস্টিক, নিরাপত্তা ও জনবল লাগবে। তাই বাজেটে এ খাতটি উন্মুক্ত রাখা হয়েছে।

তার ভাষায়, “জানুয়ারিতে আমরা বাজেট প্রস্তুত রাখব নতুন সরকারের জন্য। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।”

একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে তিনি ‘চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করলেও এর পক্ষে মত দেন।

“এটা চ্যালেঞ্জ হলেও গ্রহণ করতে হবে। পৃথিবীর অনেক দেশেই একই দিনে রেফারেন্ডাম ও নির্বাচন হয়। লজিস্টিক্যালি একবারেই করা ভালো।”

এদিন বৈঠকে সার, পরিশোধিত তেল কেনা এবং তিনটি সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

আপডেট সময় : ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বাজার স্থিতিশীল রাখতে সরকার সিঙ্গাপুরের একটি সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও আবার বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার নন-বাসমতি চাল আমদানি করবে।

কোন দেশ থেকে চাল আসবে—এমন প্রশ্নে তিনি জানান, “নন-বাসমতি চালটা ভারত থেকেই আসবে। দাম প্রতিযোগিতামূলক ছিল। সরবরাহকারী সিঙ্গাপুরের হওয়ায় আমরা মান, দাম ও সময়মতো সরবরাহ—এই তিনটি বিষয়ই বিবেচনায় নিয়েছি।”

তিনি আরও বলেন, সরকার ডিসেম্বরের মধ্যেই সংশোধিত বাজেট প্রণয়ন সম্পন্ন করতে চায়।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের কারণে অতিরিক্ত ব্যয় প্রসঙ্গে উপদেষ্টা জানান, নির্বাচন ও গণভোট—দুটি আয়োজনেই অতিরিক্ত লজিস্টিক, নিরাপত্তা ও জনবল লাগবে। তাই বাজেটে এ খাতটি উন্মুক্ত রাখা হয়েছে।

তার ভাষায়, “জানুয়ারিতে আমরা বাজেট প্রস্তুত রাখব নতুন সরকারের জন্য। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।”

একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে তিনি ‘চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করলেও এর পক্ষে মত দেন।

“এটা চ্যালেঞ্জ হলেও গ্রহণ করতে হবে। পৃথিবীর অনেক দেশেই একই দিনে রেফারেন্ডাম ও নির্বাচন হয়। লজিস্টিক্যালি একবারেই করা ভালো।”

এদিন বৈঠকে সার, পরিশোধিত তেল কেনা এবং তিনটি সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এমআর/সবা