রাঙামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে চন্দ্রঘোনা থানা পুলিশ পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনায়, রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিন এবং চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গত ২৫ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে এএসআই (নিঃ) মো. আল আমিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ চন্দ্রঘোনা থানাধীন যৌথখামার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সিআর-১৪৯/২৪ (রাঙ্গুনিয়া) মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হারুন রশিদ (পিতা—মৃত এখলাছুর রহমান), সাং—যৌথখামার পাড়া, থানা—চন্দ্রঘোনা, জেলা—রাঙামাটি—কে গ্রেফতার করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন আমাদের নিয়মিত দায়িত্ব। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আমরা সবসময় তৎপর। আজকের সফল অভিযান পুলিশ সদস্যদের পেশাদারিত্বের প্রমাণ।”
গ্রেফতারকৃত হারুন রশিদকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এমআর/সবা
























