নগরীর আমবাগান ও ঝাউতলা এলাকায় রেলের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে রেলের ভূসম্পত্তি বিভাগ সফল অভিযান পরিচালনা করেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চলে। অভিযানে আমবাগান এবং ঝাউতলা এলাকার সড়কের দুইপাশ থেকে মোট ১৫০টি ছোট-বড় দোকান, ঝুপড়ি ও টিনশেড ঘর উচ্ছেদ করা হয়।
মো. খোরশেদ আলম চৌধুরী জানান, আমবাগান এলাকায় ৭০টি দোকান ও ঝুপড়ি উচ্ছেদ করে ৪০ শতক জমি উদ্ধার করা হয়েছে। ঝাউতলা এলাকায় ৮০টি দোকান ও ঝুপড়ি উচ্ছেদ করে ৬০ শতক জমি উদ্ধার করা হয়। সব মিলিয়ে এক একর জমি রেলওয়ের দখলে ফিরিয়েছে অভিযানটি।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ, জিআরপি পুলিশ এবং আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন। মো. খোরশেদ আলম চৌধুরী জানিয়েছেন, অবৈধ দখলদারদের কাছ থেকে রেলওয়ের জমি উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআর/সবা























