দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ঠাকুর মনি দেবনাথ (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ঠাকুর মনি দেবনাথ ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের নবম শ্রেণির (বিজ্ঞান বিভাগ) শিক্ষার্থী ছিলেন। তার রোল নম্বর ৬২। তিনি দিনাজপুরের বিরল উপজেলার তরঞ্জা, মহারাজগঞ্জ এলাকার শ্যামল দেবনাথের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টা ২০ মিনিটের দিকে চারজন বন্ধু মিলে উপজেলা পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর ঠাকুর মনি পানির নিচে তলিয়ে গেলে অন্যরা চিৎকার করে খবর দেয়।
খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালায়। পরে প্রায় দুপুর ২টা ৫০ মিনিটে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
বীরগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মসলেম উদ্দিন জানান, আমরা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআর/সবা























