“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন ও প্রকৌশলী মোবারক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সেলিম জাহাঙ্গীর।
প্রদর্শনীতে ৩২টি স্টলে দেশীয় ও উন্নত জাতের গবাদিপশু, পাখি, গো-খাদ্য এবং আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
এমআর/সবা























