০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে প্রস্তুত ৬৩ টি পূজা মন্ডপ

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • 72

গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে প্রস্তুত করা হয়েছে ৬৩টি স্থায়ী-অস্থায়ী পূজা মণ্ডপ। শুক্রবার ষষ্টী পূজার মাধ্যমে  শুরু হবে ৫ দিন ব্যাপি এ দুর্গোৎসব ও দেবী বন্দনা।

জানা গেছে, ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বেশি আড়ম্বরপূর্ণ দুর্গোৎসব পালন করা হয়ে থাকে গৌরীপুর উপজেলায়। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে এ উপজেলার পূজারীগণ সবসময়ই সচেষ্ট থাকেন। এবারও তার ব্যাতিক্রম হয়নি। আলোকসজ্জায় ছেয়ে ফেলা হয়েছে পৌর শহরের অলিগলি। নিরাপত্তার জন্যও এবার নেয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক টিম থাকবে মণ্ডপে । প্রতিটি পূজা মণ্ডপে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

গৌরীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর জানান- যুগ যুগ ধরে গৌরীপুরে দুর্গাপূজার একটি ঐতিহ্য রয়েছে, আমরা সবসময় এটা ধরে রাখার চেষ্টা করি। এবার মোট ৬৩টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে।

এরমাঝে গৌরীপুর পৌর শহরে ১৬টি, মইলাকান্দা ইউনিয়নে ৮টি, গৌরীপুর সদর ইউনিয়নে ৪টি, অচিন্তপুর ইউনিয়নে ৬টি, মাওহা ইউনিয়নে ৩টি, সহনাটি ইউনিয়নে ২টি, বোকাইনগর  ইউনিয়নে ৪টি, রামগোপালপুর ইউনিয়নে ৪টি, ডৌহাখলা ইউনিয়নে ১৩টি, ভাংনামারী  ইউনিয়নে ১টি ও সিধলা ইউনিয়নে ২টি পূজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান- ময়মনসিংহ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা থাকবেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও পৌরসভা ও ১০টি ইউনিয়নে বিট কমিউনিটি পুলিশের মাধ্যমে সার্বক্ষণিক তথ্য আপডেট করা হচ্ছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন- গৌরীপুরে এবার ৬৩টি স্থায়ী- অস্থায়ী মণ্ডপে  দুর্গাপূজা উদযাপন করা হবে। ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পূজা মন্ডপ পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে প্রস্তুত ৬৩ টি পূজা মন্ডপ

আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে প্রস্তুত করা হয়েছে ৬৩টি স্থায়ী-অস্থায়ী পূজা মণ্ডপ। শুক্রবার ষষ্টী পূজার মাধ্যমে  শুরু হবে ৫ দিন ব্যাপি এ দুর্গোৎসব ও দেবী বন্দনা।

জানা গেছে, ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বেশি আড়ম্বরপূর্ণ দুর্গোৎসব পালন করা হয়ে থাকে গৌরীপুর উপজেলায়। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে এ উপজেলার পূজারীগণ সবসময়ই সচেষ্ট থাকেন। এবারও তার ব্যাতিক্রম হয়নি। আলোকসজ্জায় ছেয়ে ফেলা হয়েছে পৌর শহরের অলিগলি। নিরাপত্তার জন্যও এবার নেয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক টিম থাকবে মণ্ডপে । প্রতিটি পূজা মণ্ডপে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

গৌরীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর জানান- যুগ যুগ ধরে গৌরীপুরে দুর্গাপূজার একটি ঐতিহ্য রয়েছে, আমরা সবসময় এটা ধরে রাখার চেষ্টা করি। এবার মোট ৬৩টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে।

এরমাঝে গৌরীপুর পৌর শহরে ১৬টি, মইলাকান্দা ইউনিয়নে ৮টি, গৌরীপুর সদর ইউনিয়নে ৪টি, অচিন্তপুর ইউনিয়নে ৬টি, মাওহা ইউনিয়নে ৩টি, সহনাটি ইউনিয়নে ২টি, বোকাইনগর  ইউনিয়নে ৪টি, রামগোপালপুর ইউনিয়নে ৪টি, ডৌহাখলা ইউনিয়নে ১৩টি, ভাংনামারী  ইউনিয়নে ১টি ও সিধলা ইউনিয়নে ২টি পূজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান- ময়মনসিংহ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা থাকবেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও পৌরসভা ও ১০টি ইউনিয়নে বিট কমিউনিটি পুলিশের মাধ্যমে সার্বক্ষণিক তথ্য আপডেট করা হচ্ছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন- গৌরীপুরে এবার ৬৩টি স্থায়ী- অস্থায়ী মণ্ডপে  দুর্গাপূজা উদযাপন করা হবে। ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পূজা মন্ডপ পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।