খাগড়াছড়ির নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত দীঘিনালা উপজেলা পরিদর্শন করেছেন এবং উপজেলার সকল দপ্তরের প্রধান, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের কাছে সেবা আরও দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের জন্য কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব। তাই মাঠপর্যায়ে সেবা আরও জোরদার করা হবে।”
মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, দীঘিনালা জোনের মেজর মোঃ আকিব মল্লিক, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা জামাত ইসলামের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেন সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক উপজেলার দপ্তরগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।
এমআর/সবা























