০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে ৩ বিজিবির বিশেষ উদ্যোগ

‎পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর থেকে জোনের আওতায়ধীন লোগাং ইউপির বিভিন্ন এলাকা ঘুরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

‎এসময় দুঃস্থ পরিবারদের দেয়া হয় ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ নারীদের প্রদান করা হয় সেলাই মেশিন, দুর্গম মারমা পাড়ায় পানির অভাব দূর করতে স্থাপন করে দেয়া হয় টিউবওয়েল, দরিদ্র শিক্ষার্থীদের দেয়া হয় স্কুলের ব্যাগ সহ শিক্ষাসামগ্রী এবং অসহায় বৃদ্ধকে দেয়া হয় আর্থিক সহায়তা।

‎জনকল্যাণমূলক এই কার্যক্রমে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী

অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে ৩ বিজিবির বিশেষ উদ্যোগ

আপডেট সময় : ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

‎পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর থেকে জোনের আওতায়ধীন লোগাং ইউপির বিভিন্ন এলাকা ঘুরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

‎এসময় দুঃস্থ পরিবারদের দেয়া হয় ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ নারীদের প্রদান করা হয় সেলাই মেশিন, দুর্গম মারমা পাড়ায় পানির অভাব দূর করতে স্থাপন করে দেয়া হয় টিউবওয়েল, দরিদ্র শিক্ষার্থীদের দেয়া হয় স্কুলের ব্যাগ সহ শিক্ষাসামগ্রী এবং অসহায় বৃদ্ধকে দেয়া হয় আর্থিক সহায়তা।

‎জনকল্যাণমূলক এই কার্যক্রমে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

এমআর/সবা