বাহরাইন প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী। ওই বাধা অতিক্রম করতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। বায়েজিদ ও মানিকের গোলে তুলে নিয়েছে ২-১ গোলের দারুণ এক জয়। এই জয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ তৈরি হয়েছে অনূর্ধ্ব-১৭ দলের সামনে।
শুক্রবার চীনের ইয়ংচুন স্পোর্টস সেন্টারে ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতা করে গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাহরাইন। সুযোগটি নিয়ে বদলি নামা বায়েজিদ দারুণ শটে গোল করেন।
ম্যাচের ৭২ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস ধরে মানিক বলের নিয়ন্ত্রণ নিয়ে দূরপাল্লার চমৎকার শটে দলকে জয়ের পথে তুলে নেন। ৮৫ মিনিটে গোল হজম করায় জয়ের ব্যবধান ছোট হয়ে যায়।
রোববার স্বাগতিক চীনের বিপক্ষে নামবে বাংলাদেশের কিশোররা। ওই ম্যাচে জিততে পারলেই মিলবে প্রথমবার এশিয়া কাপে খেলার টিকিট। তবে চীন সহজ প্রতিপক্ষ নয়। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সমান ১২ পয়েন্ট তাদের। গোল ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। ম্যাচ সমতা হলে তাই মূল পর্বে চলে যাবে চীন।


























