জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আজিজার রহমান।
ক্রেডিট ইউনিয়ন লি. এর আয়োজনে এবং কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ও নওগাঁ ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শাহীন আকন্দ, সেক্রেটারি মাহবুব আলম জামিল, ট্রেজারার মহসীন আলী মন্ডল, ডিরেক্টর আনোয়ার হোসেন, রতন কৃষ্ণ দাস, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন ও সাবেক সেক্রেটারি জহুরুল ইসলাম সরকারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল হোসেন এবং মহিলা কলেজের শিক্ষক রেজুয়ান হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়নের উপজেলা ব্যবস্থাপক আখতার হোসেন।
আলোচনা সভা শেষে সর্বোচ্চ আমানতকারী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শু/সবা





















