সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের কোন কার্যকর সাড়া না পাওয়ায় কঠোর আন্দোলনে নেমেছেন। কেন্দ্রীয় নির্দেশনায় সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করারসহ চার দফা দাবিতে ১ ডিসেম্বর (সোমবার) থেকে নওগাঁর বিভিন্ন বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
শিক্ষকদের চার দফা দাবি হলো:
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ কার্যকর করা।
৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২–৩টি ইনক্রিমেন্টসহ বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ।
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমাস চৌধুরী এবং কেডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসমত আলী বলেন, “সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আমাদের অধিকার দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছে। এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আমরা শিক্ষার্থীদের পরীক্ষার ক্ষতি পুষিয়ে দিতে পরে পরবর্তীতে ছুটির দিনে পরীক্ষা নেবো।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিভাবক সাইফুল ইসলাম এবং দশম শ্রেণির শিক্ষার্থী ফিহা ও সিয়াম জানান, “শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক। শিক্ষকরা যদি খুশি থাকেন, শিক্ষাদানে আরও মনোযোগী হবেন। আমরা চাই, কর্তৃপক্ষ দ্রুত দাবিগুলো মেনে ক্লাসে ফেরার ব্যবস্থা করবে।”
শিক্ষকদের কর্মবিরতি চলাকালীন পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তবে তারা শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
এমআর/সবা




















