০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু-সহিষ্ণু ফসল উৎপাদনে সক্ষম করতে হবে কৃষকদের: নোবিপ্রবি উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশে কৃষকদের জলবায়ু-সহিষ্ণু ফসল উৎপাদনে সক্ষম করে গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন ফারমার্স ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভস্ ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচার ইন বাংলাদেশ, থ্রু লো-কার্বন ইকোসিস্টেমস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটি আইসিআরএ-বিডি প্রজেক্টের আওতায় উন্নয়ন সংস্থা ANTAR, AJI-CLE জাপান এবং RYOBI সিস্টেমস্ জাপান যৌথভাবে আয়োজন করে।

উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল সেমিনারের টেকনিক্যাল সেশনে মিথেন গ্যাস নির্গমন হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ধান চাষে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (AWD) কৌশল প্রয়োগের মাধ্যমে কৃষকদের সম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আইসিআরএ-বিডি প্রকল্পের কার্যকারিতা এবং AWD পদ্ধতির সুফল তুলে ধরেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) পরিচালক ড. রফিকুল ইসলাম। সেমিনারে প্রেজেন্টেশন দেন BRRI-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. এস এম মফিজুল ইসলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহমুদ হোসেনসহ অন্যান্য বিশেষজ্ঞরা।

সভায় দেশ-বিদেশের বিভিন্ন সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও জাতীয় ও আন্তর্জাতিক এনজিও থেকে ১০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেমিনারে কৃষিতে জলবায়ু-সহিষ্ণু প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নতুন মূল্যায়ন পদ্ধতি প্রাথমিক শিক্ষাঙ্গনে অস্থিরতার শঙ্কা

জলবায়ু-সহিষ্ণু ফসল উৎপাদনে সক্ষম করতে হবে কৃষকদের: নোবিপ্রবি উপাচার্য

আপডেট সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশে কৃষকদের জলবায়ু-সহিষ্ণু ফসল উৎপাদনে সক্ষম করে গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন ফারমার্স ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভস্ ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচার ইন বাংলাদেশ, থ্রু লো-কার্বন ইকোসিস্টেমস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটি আইসিআরএ-বিডি প্রজেক্টের আওতায় উন্নয়ন সংস্থা ANTAR, AJI-CLE জাপান এবং RYOBI সিস্টেমস্ জাপান যৌথভাবে আয়োজন করে।

উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল সেমিনারের টেকনিক্যাল সেশনে মিথেন গ্যাস নির্গমন হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ধান চাষে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (AWD) কৌশল প্রয়োগের মাধ্যমে কৃষকদের সম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আইসিআরএ-বিডি প্রকল্পের কার্যকারিতা এবং AWD পদ্ধতির সুফল তুলে ধরেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) পরিচালক ড. রফিকুল ইসলাম। সেমিনারে প্রেজেন্টেশন দেন BRRI-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. এস এম মফিজুল ইসলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহমুদ হোসেনসহ অন্যান্য বিশেষজ্ঞরা।

সভায় দেশ-বিদেশের বিভিন্ন সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও জাতীয় ও আন্তর্জাতিক এনজিও থেকে ১০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেমিনারে কৃষিতে জলবায়ু-সহিষ্ণু প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এমআর/সবা