নীলফামারীর স্টাফ কোয়ার্টার মোড়ে বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় শওকত আলী (৬১) নামের এক নৈশপ্রহরীর করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে এলাকাবাসী দুই ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করেন।
স্থানীয়রা জানান, সদর উপজেলার কুখাপাড়া বনফুল এলাকার বাসিন্দা শওকত আলী দীর্ঘদিন ধরে স্টাফ কোয়ার্টার মোড়ে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। ভোরের কোনো একসময় রাস্তা পার হওয়ার সময় তিনি যাত্রীবাহী বাস বা ট্রাকের নিচে পিষ্ট হন। পথচারীরা রাস্তার উপর তাঁর দেহের বিভিন্ন খণ্ডিত অংশ দেখতে পান। ধারণা করা হচ্ছে, একাধিক যানবাহন তার উপর দিয়ে যাওয়ায় বুক থেকে মাথা পর্যন্ত দেহ থেতলে যায়।
মৃতের দাফন সম্পন্ন হওয়ার পর স্থানীয়রা ঘটনাস্থলে স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এমআর/সবা
























