দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিভি আওতাভুক্ত) এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভার সঞ্চালক ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শ্যমল মিত্র চাকমা এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ সোহেল রানা।
সভায় উপস্থিত ছিলেন বিআরডিভির সালকে সভাপতি আনন্দ মোহন চাকমা, মোঃ মোস্তফা কামাল, জাহানারা বেগম এবং দীঘিনালা উপজেলায় বিআরডিভি আওতায় ভুক্ত সমিতির প্রতিনিধিবৃন্দ। সভায় গত অর্থ বছরের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হয় এবং আগামী অর্থ বছরের কার্যক্রম পরিকল্পনা গৃহীত হয়।
সভায় আলোচনায় দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ সোহেল রানা বলেন, সরকার পল্লী উন্নয়ন বোর্ডের সমবায় সমিতির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা পালন করছে। সমিতির সদস্যরা ঋণ ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়ে নিজেদের জীবনমান উন্নত করছেন।
এই বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সমিতির সদস্যরা তাদের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সমন্বয় ও দিকনির্দেশনা পেয়েছেন।

























