০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে এআই ক্যামেরা ও স্মার্ট লাইট বসছে, নগর নিরাপত্তা ও ট্রাফিক সহজ হবে

চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একইসঙ্গে ট্রাফিক ব্যবস্থায় স্মার্ট লাইট বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এর ফলে নগরের নিরাপত্তা ব্যবস্থাপনা ও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ সহজ হবে।

প্রকল্পের নাম: ‘ইমপ্লিমেন্টেশন অফ স্মার্ট লাইটিং (সোলার/নন-সোলার) উইথ এআই বেইসড সিসিটিভি সার্ভেইল্যান্স সিস্টেম ইন চট্টগ্রাম সিটি এরিয়া ফর এনশিউরিং স্মার্ট অ্যান্ড সেফ সিটি’। প্রকল্পের আওতায় নগরের প্রধান সড়ক, মোড়, সেতু এবং জনবহুল এলাকায় আধুনিক স্মার্ট লাইটিং ও উন্নতমানের এআইভিত্তিক সিসিটিভি নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন স্বাক্ষরিত অফিস আদেশে প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরির জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব। সদস্যরা হলেন—নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মো. সরওয়ার আলম খান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন।

কমিটি প্রকল্প সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ, নীতিমালা প্রণয়নের সুপারিশ, তথ্য বিশ্লেষণ করে খসড়া ডিপিপি তৈরি এবং সর্বোচ্চ ৩০ কর্মদিবসের মধ্যে মেয়রের কাছে প্রতিবেদন জমা দেবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল জানান, অতীতে ইন্ডিয়ান এক্সিম ব্যাংকের সহযোগিতায় স্মার্ট লাইটিং প্রকল্প নেওয়ার চেষ্টা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। নতুন উদ্যোগে ৪১ ওয়ার্ডের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সেতু ও জনবহুল এলাকা অন্তর্ভুক্ত করা হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এআইভিত্তিক সিসিটিভি স্থাপনের ফলে নগরের নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি হবে। সোলার সড়কবাতি বিদ্যুৎ সাশ্রয় করবে এবং পরিবেশ দূষণ কমাবে, যা তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

প্রকল্পের মাধ্যমে অপরাধ দমন, যানবাহন নজরদারি, দুর্ঘটনা ব্যবস্থাপনা এবং নগর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

চট্টগ্রামে এআই ক্যামেরা ও স্মার্ট লাইট বসছে, নগর নিরাপত্তা ও ট্রাফিক সহজ হবে

আপডেট সময় : ০৮:২১:২০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একইসঙ্গে ট্রাফিক ব্যবস্থায় স্মার্ট লাইট বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এর ফলে নগরের নিরাপত্তা ব্যবস্থাপনা ও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ সহজ হবে।

প্রকল্পের নাম: ‘ইমপ্লিমেন্টেশন অফ স্মার্ট লাইটিং (সোলার/নন-সোলার) উইথ এআই বেইসড সিসিটিভি সার্ভেইল্যান্স সিস্টেম ইন চট্টগ্রাম সিটি এরিয়া ফর এনশিউরিং স্মার্ট অ্যান্ড সেফ সিটি’। প্রকল্পের আওতায় নগরের প্রধান সড়ক, মোড়, সেতু এবং জনবহুল এলাকায় আধুনিক স্মার্ট লাইটিং ও উন্নতমানের এআইভিত্তিক সিসিটিভি নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন স্বাক্ষরিত অফিস আদেশে প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরির জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব। সদস্যরা হলেন—নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মো. সরওয়ার আলম খান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন।

কমিটি প্রকল্প সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ, নীতিমালা প্রণয়নের সুপারিশ, তথ্য বিশ্লেষণ করে খসড়া ডিপিপি তৈরি এবং সর্বোচ্চ ৩০ কর্মদিবসের মধ্যে মেয়রের কাছে প্রতিবেদন জমা দেবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল জানান, অতীতে ইন্ডিয়ান এক্সিম ব্যাংকের সহযোগিতায় স্মার্ট লাইটিং প্রকল্প নেওয়ার চেষ্টা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। নতুন উদ্যোগে ৪১ ওয়ার্ডের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সেতু ও জনবহুল এলাকা অন্তর্ভুক্ত করা হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এআইভিত্তিক সিসিটিভি স্থাপনের ফলে নগরের নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি হবে। সোলার সড়কবাতি বিদ্যুৎ সাশ্রয় করবে এবং পরিবেশ দূষণ কমাবে, যা তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

প্রকল্পের মাধ্যমে অপরাধ দমন, যানবাহন নজরদারি, দুর্ঘটনা ব্যবস্থাপনা এবং নগর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।