“প্রতিবন্ধীতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি” প্রতিপাদ্যে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কারিতাস বাংলাদেশের আয়োজনে খাগড়াছড়ি ১নং ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের অংশগ্রহণে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালী শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের এসডিডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা অল্টার ডায়েস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা। তিনি বক্তব্যে বলেন, কারিতাস এ ইউনিয়নের প্রতিবন্ধীদের জন্য ২০১৭ সাল থেকে নানা কার্যক্রম চালিয়ে আসছে। হুইল চেয়ার, সাদাছড়ি, শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয় এবং করোনাকালীন সময়ে চাল, ডাল, আটা, চিনি, দুধসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করে প্রতিবন্ধীদের সহায়তা করা হয়েছে।
বিশেষ অতিথি নারী সদস্য চন্দনা ত্রিপুরা বলেন, সুবিধাগুলো সঠিকভাবে বিতরণ করা হয়েছে এবং সরকারি সুবিধার তথ্যও যথাসময়ে প্রতিবন্ধীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানান, কারিতাস থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধীরা যথেষ্ট সচেতন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সদস্য গৌরিমালা ত্রিপুরা, সাংবাদিক চিংমে প্রু মারমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলা পরিষদ ও সমাজসেবার যৌথ আয়োজনে কারিতাস, আইডিএস এবং স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও অংশগ্রহণ করেন।
























