১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

oplus_1024

জামালপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, জেলা সমিতির সভাপতি ও দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রকাশক মো. আরজু আকন্দসহ আট সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বক্তারা স্বৈরাচারী আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক সেলিম ও তার সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মানববন্ধন ও সমাবেশ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের ফৌজদারী মোড়ে সুশীল সমাজের ব্যানারে অনুষ্ঠিত হয়। এতে জেলার দলিল লেখক, সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, সদস্য আরিফ আকন্দ, বাংলাদেশ কংগ্রেস জেলা শাখার আহ্বায়ক ও এমপি প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সাদাত-উল-করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, সদর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ইকবাল আকন্দ এবং বার্তা সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা।

বক্তারা বলেন, কোন কারণ ছাড়া আরজু আকন্দের নামে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছে। একটি মটরসাইকেল দুর্ঘটনার ঘটনায় যেই আহত হয়েছেন, তার সঙ্গে অভিযুক্তরা জড়িত নন। মামলা মূলত আরজু আকন্দসহ আট সাংবাদিক ও দলিল লেখককে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে।

জামালপুর রেজিস্ট্রার অফিস দীর্ঘ ১৫ বছর আওয়ামী দলের প্রভাবের মধ্যে ছিল। গণঅভ্যুত্থানের পর অফিসটি পুনর্গঠন করা হয়, যা কয়েকজনের ঈর্ষার কারণ হয়ে এই মিথ্যা মামলা দায়েরের উদ্রেক করেছে।

মানববন্ধনে সাংবাদিক ও দলিল লেখকদের সঙ্গে সুশীল সমাজের সর্বস্তরের জনসাধারণও উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় : ০৪:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

জামালপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, জেলা সমিতির সভাপতি ও দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রকাশক মো. আরজু আকন্দসহ আট সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বক্তারা স্বৈরাচারী আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক সেলিম ও তার সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মানববন্ধন ও সমাবেশ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের ফৌজদারী মোড়ে সুশীল সমাজের ব্যানারে অনুষ্ঠিত হয়। এতে জেলার দলিল লেখক, সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, সদস্য আরিফ আকন্দ, বাংলাদেশ কংগ্রেস জেলা শাখার আহ্বায়ক ও এমপি প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সাদাত-উল-করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, সদর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ইকবাল আকন্দ এবং বার্তা সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা।

বক্তারা বলেন, কোন কারণ ছাড়া আরজু আকন্দের নামে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছে। একটি মটরসাইকেল দুর্ঘটনার ঘটনায় যেই আহত হয়েছেন, তার সঙ্গে অভিযুক্তরা জড়িত নন। মামলা মূলত আরজু আকন্দসহ আট সাংবাদিক ও দলিল লেখককে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে।

জামালপুর রেজিস্ট্রার অফিস দীর্ঘ ১৫ বছর আওয়ামী দলের প্রভাবের মধ্যে ছিল। গণঅভ্যুত্থানের পর অফিসটি পুনর্গঠন করা হয়, যা কয়েকজনের ঈর্ষার কারণ হয়ে এই মিথ্যা মামলা দায়েরের উদ্রেক করেছে।

মানববন্ধনে সাংবাদিক ও দলিল লেখকদের সঙ্গে সুশীল সমাজের সর্বস্তরের জনসাধারণও উপস্থিত ছিলেন।

এমআর/সবা