পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন দায়িত্বপূর্ণ এলাকায় জীবনমান উন্নয়নমূলক সহায়তা অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জোনের আওতাধীন শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ত্রিপুরাপাড়া এলাকায় দুটি টিউবওয়েল স্থাপন করা হয়। এতে দীর্ঘদিনের বিশুদ্ধ পানি সংকটে ভোগা শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে। একই দিনে ধুদুকছড়ার মগপাড়া এলাকার পাঁচজন গরিব ও অসহায় কৃষকের মধ্যে স্প্রে মেশিনসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়, যা স্থানীয় কৃষকদের ফলন বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শ্মশান এলাকার উন্নয়নের জন্য আর্থিক সহায়তাও প্রদান করে বিজিবি।

এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রবিউল ইসলাম।
তিনি বলেন, “পার্বত্য এলাকার শান্তি ও উন্নয়ন ধরে রাখতে বিজিবি সর্বদা জনগণের পাশে আছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, বিজিবির এসব মানবিক উদ্যোগ পাহাড়ি অঞ্চলের জীবনমান উন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করছে। তারা ৩ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

























