মনিং বার্ডস স্পোটিং ক্লাবের আয়োজনে আফতাফনগর সাইট অফিস মাঠে আজ (৫ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো আবাহনী বনাম ফকিরাপুল ফকির দলের মাঝে এক বন্ধুত্বপূর্ণ ও আনন্দঘন ফুটবল ম্যাচ। খেলাটি জয়ের সমান উত্তেজনায় ১–১ গোলে ড্র হয়। খেলা শেষে আয়োজন করা হয় খেলোয়াড়দের আড্ডা ও নাস্তাসহ এক প্রাণবন্ত মিলনমেলার।

এই মাঠে প্রতিদিনই আয়োজন করা হয় এমন মজার ফুটবল ম্যাচ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—খেলোয়াড়দের বয়সভেদ নেই। ১৫ বছর বয়সী কিশোর থেকে শুরু করে ৬৫ বছরের প্রবীণ খেলোয়াড় পর্যন্ত সবাই একসঙ্গে খেলেন। অংশগ্রহণকারীদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ ব্যাংকার, আবার কেউ ব্যবসায়ী—তবে মাঠে সবাইকেই মনে হয় একদল খেলাপাগল পরিবার।

আগামী ১৬ ডিসেম্বর এই আয়োজন আরও বড় হবে। দিনব্যাপী উৎসবে আবাহনী ও ফকিরাপুল ফকির দলের মধ্যে হবে বিশেষ ম্যাচ, আর থাকবে গরু জবাই করে সকল খেলোয়াড়ের জন্য ভোজের ব্যবস্থা।
আফতাফনগর মাঠ এখন শুধু খেলাধুলার জায়গা নয়—এটি হয়ে উঠেছে সৌহার্দ্য, হাসি–আনন্দ আর একতা গড়ার মিলনমঞ্চ।
এমআর/সবা

























