০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি উল্লেখ করেছেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ বাহিনী নিজেদের প্রস্তুত করতে পেরেছে।

শনিবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, এটি হবে ‘আদর্শ নির্বাচন’।

পররাষ্ট্র উপদেষ্টা শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যখাতেও গুরুত্বারোপ করেন। ডাক্তার-নার্স সংকট মোকাবেলায় স্বল্প সময়ে তিন হাজার ডাক্তার ও সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের উপকারের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সভাপতিত্ব করেন। পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। চারদিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি উল্লেখ করেছেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ বাহিনী নিজেদের প্রস্তুত করতে পেরেছে।

শনিবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, এটি হবে ‘আদর্শ নির্বাচন’।

পররাষ্ট্র উপদেষ্টা শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যখাতেও গুরুত্বারোপ করেন। ডাক্তার-নার্স সংকট মোকাবেলায় স্বল্প সময়ে তিন হাজার ডাক্তার ও সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের উপকারের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সভাপতিত্ব করেন। পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। চারদিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন।

এমআর/সবা