রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকার একটি বাসায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর থেকে বাসার গৃহকর্মীকে খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, আনুমানিক চার থেকে পাঁচ দিন আগে ওই গৃহকর্মী কাজে যোগদান করে। হত্যাকাণ্ডটি আজ সকালের দিকেই ঘটেছে। কোনো মালামাল খোয়া গেছে কিনা তদন্তের পর জানা যাবে তবে আলমারি খোলা ছিল। নিহত নাফিসা লাওয়াল বিনতে আজিজ নবম শ্রেণির ছাত্রী।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, বাসার ভেতর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধারের পর থেকে বাসার গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এমআর/সবা


























