০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে চবিসাসের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘সত্যের দীপ্ত সাহসে, চবিসাস তিন দশকে’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) তাদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে চাকসু ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে মেরিন সাইন্স ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এতে উপাচার্য, উপ–উপাচার্যবৃন্দ, চাকসু ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

পরে মেরিন সাইন্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চবিসাস সভাপতি জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম।

বক্তারা বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা সত্য অনুসন্ধান ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করা হয়।

চবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রশাসনের সদস্য, চবিসাসের সাবেক নেতৃবৃন্দ, ছাত্রদল–ছাত্রশিবিরসহ নানা ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৯৬ সালের ৬ ডিসেম্বর যাত্রা শুরু করা চবিসাস প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সমস্যা–সম্ভাবনা নিয়ে কাজ করে আসছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থেকে বুলেটপ্রুফ বাসে পূর্বাচলের সংবর্ধনায় যাচ্ছেন তারেক রহমান

বর্ণাঢ্য আয়োজনে চবিসাসের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

‘সত্যের দীপ্ত সাহসে, চবিসাস তিন দশকে’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) তাদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে চাকসু ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে মেরিন সাইন্স ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এতে উপাচার্য, উপ–উপাচার্যবৃন্দ, চাকসু ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

পরে মেরিন সাইন্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চবিসাস সভাপতি জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম।

বক্তারা বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা সত্য অনুসন্ধান ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করা হয়।

চবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রশাসনের সদস্য, চবিসাসের সাবেক নেতৃবৃন্দ, ছাত্রদল–ছাত্রশিবিরসহ নানা ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৯৬ সালের ৬ ডিসেম্বর যাত্রা শুরু করা চবিসাস প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সমস্যা–সম্ভাবনা নিয়ে কাজ করে আসছে।

এমআর/সবা