০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। মঙ্গলবার জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

ডিসি ইউসুপ আলী বলেন, কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি ঘটলে সেই প্রতিষ্ঠানের প্রধান দায় এড়াতে পারেন না। সৎ, দৃঢ় ও সক্ষম নেতৃত্বই দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মানুষ জন্মগতভাবে পঙ্কিলতা মুক্ত হলেও পরিবেশ ও পরিস্থিতি তাকে সৎ বা অসৎ পথে পরিচালিত করে। তাই সততা চর্চা শুরু হওয়া উচিত পরিবার ও বিদ্যালয় থেকে। ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করাই দুর্নীতি।

তিনি দায়িত্বশীল আচরণ ও সুশাসনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তরুণদের আরও সক্রিয়, সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন। সরকারি দপ্তরের সেবার মানোন্নয়ন ও শুণ্য সহনশীলতার মাধ্যমে সেবা ক্ষেত্রে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

দিবসটি সামনে রেখে আগের রাতে শহরজুড়ে দুর্নীতিবিরোধী ব্যানার ও পোস্টার লাগানো হয়। সোমবার সকাল ৯টায় দুদক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বকুলতলা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, সনাক সভাপতি শামিমা খান, দুপ্রক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান ও সাবেক সভাপতি এড. ইউসুফ আলীসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে জেলার সব সরকারি দপ্তর, উন্নয়ন সংঘসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০৬:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। মঙ্গলবার জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

ডিসি ইউসুপ আলী বলেন, কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি ঘটলে সেই প্রতিষ্ঠানের প্রধান দায় এড়াতে পারেন না। সৎ, দৃঢ় ও সক্ষম নেতৃত্বই দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মানুষ জন্মগতভাবে পঙ্কিলতা মুক্ত হলেও পরিবেশ ও পরিস্থিতি তাকে সৎ বা অসৎ পথে পরিচালিত করে। তাই সততা চর্চা শুরু হওয়া উচিত পরিবার ও বিদ্যালয় থেকে। ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করাই দুর্নীতি।

তিনি দায়িত্বশীল আচরণ ও সুশাসনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তরুণদের আরও সক্রিয়, সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন। সরকারি দপ্তরের সেবার মানোন্নয়ন ও শুণ্য সহনশীলতার মাধ্যমে সেবা ক্ষেত্রে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

দিবসটি সামনে রেখে আগের রাতে শহরজুড়ে দুর্নীতিবিরোধী ব্যানার ও পোস্টার লাগানো হয়। সোমবার সকাল ৯টায় দুদক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বকুলতলা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, সনাক সভাপতি শামিমা খান, দুপ্রক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান ও সাবেক সভাপতি এড. ইউসুফ আলীসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে জেলার সব সরকারি দপ্তর, উন্নয়ন সংঘসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

এমআর/সবা