জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় রবিউল ইসলাম সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটাপাড়া রেলগেটের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ উত্তর চেচড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সবুজ রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পাঁচবিবি রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমআর/সবা























