শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ রজব আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আটক রজব আলীকে আদালতে হাজির করে পুলিশ। তিনি ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, মাদক মজুদের একটি গোপন তথ্যের ভিত্তিতে রজব আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় বস্তায় ভরা কার্টন থেকে রয়েল স্ট্যাগ,ম্যাজিক মোমেন্ট,আইকনিক ওয়াইটসহ মোট তিন ব্র্যান্ডের মোট ৭২ বোতল(৭৭৫এমএল) ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই অভিযানেই রজব আলীকে পুলিশ হেফাজতে নেয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।























