লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন মোবাইল সিম ব্যবসায়ীর বিরুদ্ধে বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাভোগীদের জিম্মি করে অতিরিক্ত দামে সিম বিক্রির অভিযোগ উঠেছে। ভাতাভোগীরা জানাচ্ছেন, তাদের একটি সিম কিনতে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে।
ভাতাভোগীরা বলছেন, মোবাইলের মাধ্যমে সরকারি ভাতা পাওয়ার জন্য সিম কেনা ছাড়া উপায় নেই। গড্ডিমারীর বিধবা ভাতাভোগী সুকুবালা বলেন, “আমি বহু কষ্টে ভাতা পাই। কিন্তু সিম কিনতে ৫০০ টাকা দিতে হচ্ছে। ধার করে টাকা এনে সিম কিনেছি। কাকে বিচার দেই?”
স্থানীয় বাসিন্দা শফিজ উদ্দিন অভিযোগ করেন, “সিম ব্যবসায়ীরা সুযোগ নিয়ে একেকটি সিম ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছেন। আমরা তাদের হাতে জিম্মি হয়ে গেছি।”
হাতীবান্ধা উপজেলার গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর ম্যানেজার শাহা আলম জানান, “রেগুলার সিমের দাম ৩৫০ টাকা। এর বেশি দামে বিক্রি করা অমানবিক। আমরা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে নোটিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরফিন হক বলেন, “অতিরিক্ত দামে সিম বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্ট রিটেইলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
























