০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শুরু হলো তিন দিনব্যাপী বিজয় মেলা ২০২৫

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা ২০২৫। মেলায় মোট ১৪টি স্টলে চারু–কারুশিল্প, বুননশিল্প ও স্থানীয় নানান ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রথম দিনেই দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই বিজয় মেলার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজয়ের মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করা যায়। সংস্কৃতি যত বিকশিত হবে, জাতি ততই সমৃদ্ধ হবে। আমরা চাই নতুন প্রজন্ম এ চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।”

নির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আদনান স্বাগত বক্তব্য প্রদান করেন।
মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে আয়োজনকৃত এই তিন দিনব্যাপী মেলা ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে শুরু হলো তিন দিনব্যাপী বিজয় মেলা ২০২৫

আপডেট সময় : ০৮:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা ২০২৫। মেলায় মোট ১৪টি স্টলে চারু–কারুশিল্প, বুননশিল্প ও স্থানীয় নানান ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রথম দিনেই দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই বিজয় মেলার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজয়ের মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করা যায়। সংস্কৃতি যত বিকশিত হবে, জাতি ততই সমৃদ্ধ হবে। আমরা চাই নতুন প্রজন্ম এ চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।”

নির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আদনান স্বাগত বক্তব্য প্রদান করেন।
মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে আয়োজনকৃত এই তিন দিনব্যাপী মেলা ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।