ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে ৪২ বিজিবি। শনিবার দিনাজপুর ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ টহল, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসীরা সীমান্ত ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেই জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া স্থানীয়দেরও অনুরোধ করা হয়েছে, সীমান্ত এলাকায় কোন সন্দেহভাজন সন্ত্রাসী দেখতে পেলে তাৎক্ষণিক বিজিবিকে জানাতে।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছেন, দেশের সীমান্ত সুরক্ষা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিজিবি ভবিষ্যতেও এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে অভিযান, তল্লাশি ও নজরদারি অব্যাহত রাখবে এবং একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
























