মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক ইছামতি নদীতে পড়ে ওয়াজেদ আলী নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। দুর্ঘটনায় প্রায় ছয় লাখ টাকার সার নষ্ট হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ঘিওর বাজার সংলগ্ন কুস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ওয়াজেদ আলী জানান, নারায়ণগঞ্জ থেকে সার নিয়ে ট্রাকটি ঘিওর বাজারের দিকে আসছিল। তবে নির্ধারিত মূল সড়ক না দিয়ে একটি সরু ও ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে উল্টে যায়। এতে প্রায় সাড়ে পাঁচ শতাধিক বস্তা সার পানিতে ডুবে যায়।
তিনি অভিযোগ করেন, চালকের অসতর্কতা ও খামখেয়ালির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিনিসহ স্থানীয় সার ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তরা নদী থেকে সার উদ্ধারের চেষ্টা করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
























