শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) নীলফামারী সরকারী কলেজ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং নীলফামারী সরকারী কলেজের সহযোগিতায় কর্মসূচিটি সম্পন্ন হয়।
সকাল ৯টায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামও শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারী কলেজ, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর এবং কলেজ ছাত্রদল শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে।
পুষ্পমাল্য অর্পণের পর সরকারী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফিরোজুল আলম।
সভায় ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুক সঞ্চালক হিসেবে কাজ করেন। স্বাগত বক্তৃতা দেন একই কলেজের রসায়ন বিভাগের প্রফেসর জাহাঙ্গীর আলম।
























