পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শান্তি, স্থিতিশীলতা এবং জননিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় এবং সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে সম্প্রতি সিএইচটি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেছে।
এই সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পার্বত্য রাঙ্গামাটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য পুলিশ প্রশাসনের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, পুলিশের জনবান্ধব উদ্যোগ, অপরাধ দমনে সফলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য পরিবেশন করবেন এবং গুজব ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকবেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, যিনি সাংবাদিকদের জননিরাপত্তা এবং সমাজে ভুল বার্তা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন।
সিএইচটি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল তাদের পেশাগত দায়িত্ব পালন এবং দুর্গম এলাকায় তথ্য সংগ্রহে পুলিশের সহযোগিতা কামনা করেন। সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমরা সর্বদা রাঙ্গামাটির সঠিক এবং ইতিবাচক ভাবমূর্তি দেশ ও বিদেশে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাঙ্গামাটির স্থিতিশীলতা রক্ষায় শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করবে।”
সৌজন্য সাক্ষাতে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা হলেন সহ-সভাপতি মেহেদী ইমাম, মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আহমেদ আশিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ রুস্তম রায়হান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক মোঃ সাইফুর রহমান, সহ-অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আহমদ বিল্লাল খাঁন ও কার্যকারী সদস্য মোঃ অহিদুল ইসলাম অভি।
এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও আলোচনা রাঙ্গামাটিতে সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে। পুলিশ সুপার মহোদয় ভবিষ্যতেও এই ধরনের গঠনমূলক আলোচনার ধারাকে অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। এই উদ্যোগ পার্বত্য এলাকায় শান্তি, উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআর/সবা























