নোয়াখালী জেলার সুবর্ণচরে উৎসবমুখর পরিবেশে সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সুবর্ণচর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক সবুজ বাংলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি।
সাংবাদিক এস এম রফিক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান
পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম রফিক মাহমুদ সভাপতিত্ব করেন অনুষ্ঠানে।
প্রধান অতিথি কামাল উদ্দিন চৌধুরী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি আবদুল বারী বাবলু
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি আবদুল বারী বাবলু।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দৈনিক আজকের পত্রিকা: মুজাহিদুল ইসলাম সোহেল, দৈনিক রুপালী বাংলাদেশ: হানিফ মাহমুদ, কালবেলা: দিদারুল আলম খন্দকার, মানবজমিন: ছানা উল্যাহ
যুগান্তর: মো. হারুন অর রশিদ, গণকন্ঠ: আবদুল জব্বার আকাশ, মানবাধিকার প্রতিদিন: কামাল উদ্দিন
এশিয়া বাণী: মহিব উল্যাহ মহিব, নোয়াখালীর কথা: হাবিবুর রহমান রনি, স্বদেশ প্রতিদিন: মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, ২০২২ সাল থেকে দৈনিক সবুজ বাংলা প্রকাশক ও সম্পাদক গাজী শফিকুল হক-এর নেতৃত্বে পত্রিকাটি তৃতীয় বর্ষে পদার্পণ করছে। গ্রামীণ সংবাদে গুরুত্ব দেওয়ার কারণে এটি খুব কম সময়ে পাঠকপ্রিয় হয়ে উঠেছে। অপরাধ, অনিয়ম, দুর্নীতি, জনদূর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও কৃষিসহ সকল খাতের সংবাদ প্রকাশে পত্রিকাটি সক্রিয় ভূমিকা রাখছে। অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদেও এটি পাঠকপ্রিয়তা পেয়েছে।
আলোচনা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক সবুজ বাংলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
এমআর/সবা
























