“নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা”—এই উপপাদ্যকে সামনে রেখে রামুতে জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় সবুজ বাংলার রামু প্রতিনিধি নুরুল কবিরের নিজস্ব কার্যালয়ে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুসাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সভাপতি মাস্টার মো. আলম, নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক বাবু নিলুৎপল বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জয়নাল আবদীন, রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। বাংলাদেশ মানবাদিকার কমিশনের রামু শাখার সভাপতি আলহাজ্ব মাষ্টার হাফেজ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের রামু প্রতিনিধি হাসান তারেক মুকিম, দৈনিক কালের কণ্ঠের রামু প্রতিনিধি শওকত ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. আতিক উল্লাহ রিটন, গণতান্ত্রিক আন্দোলনের কারানির্যাত পরিষদের আহ্বায়ক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু ও সদস্য সচিব সোহেল রানা, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ বাংলার রামু প্রতিনিধি নুরুল কবির।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সবুজ বাংলা পত্রিকা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে নুরুল কবির বলেন, “সবুজ বাংলা সবসময় সত্য ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীতেও পত্রিকাটি নিরপেক্ষ সাংবাদিকতা অব্যাহত রাখবে।”




















