০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনের সব ধোঁয়াসা কেটে যাবে: সরোয়ার আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পা রাখার সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন ঘিরে সৃষ্ট সব অনিশ্চয়তা ও দুয়াশা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনই দেশের গণতন্ত্র ও অবাধ নির্বাচনের পথে নতুন দিগন্ত উন্মোচন করবে।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরোয়ার আলমগীর জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢাকা অভিমুখে যাত্রার প্রস্তুতি নিচ্ছে।

সরোয়ার আলমগীর বলেন, “তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনের সব দুয়াশা কেটে যাবে। তখন আর কেউ ভোট নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক।” তিনি আরও জানান, ইতিমধ্যে কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং আরও অনেকে ফরম নেবেন বলে আশা প্রকাশ করেন। তিনি যোগ করেন, “যত বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসবেন, নির্বাচন তত বেশি গ্রহণযোগ্য হবে। এতে অন্যায়কারীরা নির্বাচন বঞ্চিত করার সুযোগ পাবে না।”

নিজের প্রসঙ্গে সরোয়ার আলমগীর বলেন, তিনি নিজেও অনেক মামলার আসামি। মনোনয়নপত্র জমা দিলে দেখা যাবে তার বিরুদ্ধে কত অভিযোগ তোলা হয়। তবে এসব মামলাই রাজনৈতিকভাবে হয়রানিমূলক।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে এবং প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে ফটিকছড়ি থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী আগামীকাল বুধবার গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, নুর উদ্দিন খান, মোহাম্মদ হান্নান চৌধুরী, শফিউল আজম, আহমদ রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহের ইকবাল লাভলু, পৌর যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক সাইফুল হাইদার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

প্রজ্ঞাপন জারি: নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনের সব ধোঁয়াসা কেটে যাবে: সরোয়ার আলমগীর

আপডেট সময় : ০৫:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পা রাখার সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন ঘিরে সৃষ্ট সব অনিশ্চয়তা ও দুয়াশা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনই দেশের গণতন্ত্র ও অবাধ নির্বাচনের পথে নতুন দিগন্ত উন্মোচন করবে।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরোয়ার আলমগীর জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢাকা অভিমুখে যাত্রার প্রস্তুতি নিচ্ছে।

সরোয়ার আলমগীর বলেন, “তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনের সব দুয়াশা কেটে যাবে। তখন আর কেউ ভোট নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক।” তিনি আরও জানান, ইতিমধ্যে কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং আরও অনেকে ফরম নেবেন বলে আশা প্রকাশ করেন। তিনি যোগ করেন, “যত বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসবেন, নির্বাচন তত বেশি গ্রহণযোগ্য হবে। এতে অন্যায়কারীরা নির্বাচন বঞ্চিত করার সুযোগ পাবে না।”

নিজের প্রসঙ্গে সরোয়ার আলমগীর বলেন, তিনি নিজেও অনেক মামলার আসামি। মনোনয়নপত্র জমা দিলে দেখা যাবে তার বিরুদ্ধে কত অভিযোগ তোলা হয়। তবে এসব মামলাই রাজনৈতিকভাবে হয়রানিমূলক।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে এবং প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে ফটিকছড়ি থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী আগামীকাল বুধবার গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, নুর উদ্দিন খান, মোহাম্মদ হান্নান চৌধুরী, শফিউল আজম, আহমদ রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহের ইকবাল লাভলু, পৌর যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক সাইফুল হাইদার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।