০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
জামালপুরে জমি বিরোধ

মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

oplus_1024

জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামে জমি নিয়ে বিরোধ সংক্রান্ত মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে ভূক্তভূগি পরিবার ও এলাকার সচেতন মহল এর ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভূগি মো. আলী হোসেন বলেন, আমার নানা নেপাসু মন্ডল পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে নিজ হালে চাষাবাদ করিয়া ভোগবান দখলকার অবস্থায় তার ৩ কন্যা কাপাসি বিবি, বাতাসি বিবি, গেন্দি বিবি ও তার স্ত্রী কিরামজান বিবির ওয়ারিশ বিদ্যমান রেখে মৃত্যুবরণ করেন। যা পরবর্তীতে তার তিন কন্যা ও স্ত্রীর নামে আরওআর রেকর্ড মূলে লিপিবদ্ধ হয়। যার ওয়ারিশ সূত্রে মালিক আমি মো. আলী হোসেন এবং আমার অন্যান্য ভাই বোনরা।

তিনি আরও বলেন, উল্লেখিত সিএস রেকর্ড মূলে আমার নানা নেপাসু মন্ডল ও আরওআর রেকর্ড মূলে আমার মা এবং খালারা উক্ত ভূমির মালিক হওয়া সত্বেও আমার নানার অন্যান্য ভাই মৃত. মনোহর মন্ডলের ছেলে আব্দুল মান্নান মন্ডল (৫৮), ইজ্জত আলী মন্ডল (৫০), ইয়াকুব আলী মন্ডল (৪৩), মৃত. শরফ উদ্দিন মন্ডলের ছেলে মো. শাহ্ আলম উরফে বুদু (৫৩), শাহ্ আলম ওরফে বুদুর ছেলে বেনজির আহমেদ মধু (৩৩) এরা সকলে মিলে আমাদের প্রাপ্য জমি অবৈধ ভাবে ভোগদখল করিয়া আসছে। আমরা আমাদের ভূমি ফেরত পাওয়ার আশায় আদালতে একটি বাটোয়ারা মামলা করি। এর বিপরীতে বিবাদীরা গ্রহীতা মনোহর মন্ডলের নামে একটি জাল দলিল সংগ্রহ করে আমাদের বিরুদ্ধে আব্দুল মান্নান মন্ডল, ইজ্জত আলী মন্ডল ও ইয়াকুব আলী মন্ডল শাহ্ আলম উরফে বুদুর যোগসাজশে বাদী হয়ে হয়রানি মূলক জেলা সদরে সিআর মামলা করেন। মামলা নং-১৩৮/২৫। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আমি সিআর মামলা ৭২৬ (১) ২০২৫ দায়ের করি। আদালত কর্তৃক এটা তদন্ত প্রতিবেদন চাইলে পিবিআই এর তদন্তে উঠে আসে দলিলটি জাল।

তিনি বলেন, মামলা হাজিরা দিতে এলে উপরে উল্লেখিত বিবাদীগণ আদালত চত্ত্বরে গত ৫ নভেম্বর আমাকে হয়রানী মূলক মামলা প্রদান করার হুমকি দেন। এছাড়াও আমাদেরকে গুম ও হত্যার হুমকি প্রদান করে। আমি গত ৬ নভেম্বর বকশীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করি। যাহার জিডি ট্র্যাকিং নাম্বার- 14WFWO জিডি নং- ২৫১, উক্ত সাধারন ডায়েরী বিপরীতে থানায় তদন্ত করে সত্যতা প্রতিবেদন দেন। যার স্মারক নং- ১৪৭৯।

ভুক্তভোগী মো. আলী হেসেন বলেন, আমার নানার ভাইয়ের সন্তানরা একই বিষয়ে আমার বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলা করেও ক্ষান্ত হয়নি। পর্যায়ক্রমে আরও বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে আসছে। এতে আমি সহ আমার পরিবারের সদস্যরা ভীতি ও হুমকির মধ্যে জীবন-যাপন করছি। আমরা এর প্রতিকার চাই।

প্রিয় সাংবাদিকবৃন্দ আমি এ ব্যাপারে প্রতিকার পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে ওয়ারিশ সূত্রে পাওয়া প্রাপ্য জমি দখল বুঝে নিতে বা পেতে প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষন করছি।

এলাকাবাসী জানান, এ বিষয়ে গ্রাম পর্যায়ে সালিশীর কথা বললেও সময় দিয়েও বিবাদীরা সালিশী স্থলে আসে না। মো. শাহ্ আলম ওরফে বুদু একজন অসৎ ও দুষ্ট প্রকৃতির লোক গ্রাম্য সালিশীর তারিখ যেদিন ধার্য্য করা হয় সেইদিন তিনি সালিশী স্থলে না এসে আদলতে গিয়ে মামলা করেন। বিবাদীরা এলাকার সালিস না মেনে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে এবং বাদীদের বিভিন্নরকম হুমকি দিয়ে আসতেছে।

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

জামালপুরে জমি বিরোধ

মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামে জমি নিয়ে বিরোধ সংক্রান্ত মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে ভূক্তভূগি পরিবার ও এলাকার সচেতন মহল এর ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভূগি মো. আলী হোসেন বলেন, আমার নানা নেপাসু মন্ডল পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে নিজ হালে চাষাবাদ করিয়া ভোগবান দখলকার অবস্থায় তার ৩ কন্যা কাপাসি বিবি, বাতাসি বিবি, গেন্দি বিবি ও তার স্ত্রী কিরামজান বিবির ওয়ারিশ বিদ্যমান রেখে মৃত্যুবরণ করেন। যা পরবর্তীতে তার তিন কন্যা ও স্ত্রীর নামে আরওআর রেকর্ড মূলে লিপিবদ্ধ হয়। যার ওয়ারিশ সূত্রে মালিক আমি মো. আলী হোসেন এবং আমার অন্যান্য ভাই বোনরা।

তিনি আরও বলেন, উল্লেখিত সিএস রেকর্ড মূলে আমার নানা নেপাসু মন্ডল ও আরওআর রেকর্ড মূলে আমার মা এবং খালারা উক্ত ভূমির মালিক হওয়া সত্বেও আমার নানার অন্যান্য ভাই মৃত. মনোহর মন্ডলের ছেলে আব্দুল মান্নান মন্ডল (৫৮), ইজ্জত আলী মন্ডল (৫০), ইয়াকুব আলী মন্ডল (৪৩), মৃত. শরফ উদ্দিন মন্ডলের ছেলে মো. শাহ্ আলম উরফে বুদু (৫৩), শাহ্ আলম ওরফে বুদুর ছেলে বেনজির আহমেদ মধু (৩৩) এরা সকলে মিলে আমাদের প্রাপ্য জমি অবৈধ ভাবে ভোগদখল করিয়া আসছে। আমরা আমাদের ভূমি ফেরত পাওয়ার আশায় আদালতে একটি বাটোয়ারা মামলা করি। এর বিপরীতে বিবাদীরা গ্রহীতা মনোহর মন্ডলের নামে একটি জাল দলিল সংগ্রহ করে আমাদের বিরুদ্ধে আব্দুল মান্নান মন্ডল, ইজ্জত আলী মন্ডল ও ইয়াকুব আলী মন্ডল শাহ্ আলম উরফে বুদুর যোগসাজশে বাদী হয়ে হয়রানি মূলক জেলা সদরে সিআর মামলা করেন। মামলা নং-১৩৮/২৫। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আমি সিআর মামলা ৭২৬ (১) ২০২৫ দায়ের করি। আদালত কর্তৃক এটা তদন্ত প্রতিবেদন চাইলে পিবিআই এর তদন্তে উঠে আসে দলিলটি জাল।

তিনি বলেন, মামলা হাজিরা দিতে এলে উপরে উল্লেখিত বিবাদীগণ আদালত চত্ত্বরে গত ৫ নভেম্বর আমাকে হয়রানী মূলক মামলা প্রদান করার হুমকি দেন। এছাড়াও আমাদেরকে গুম ও হত্যার হুমকি প্রদান করে। আমি গত ৬ নভেম্বর বকশীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করি। যাহার জিডি ট্র্যাকিং নাম্বার- 14WFWO জিডি নং- ২৫১, উক্ত সাধারন ডায়েরী বিপরীতে থানায় তদন্ত করে সত্যতা প্রতিবেদন দেন। যার স্মারক নং- ১৪৭৯।

ভুক্তভোগী মো. আলী হেসেন বলেন, আমার নানার ভাইয়ের সন্তানরা একই বিষয়ে আমার বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলা করেও ক্ষান্ত হয়নি। পর্যায়ক্রমে আরও বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে আসছে। এতে আমি সহ আমার পরিবারের সদস্যরা ভীতি ও হুমকির মধ্যে জীবন-যাপন করছি। আমরা এর প্রতিকার চাই।

প্রিয় সাংবাদিকবৃন্দ আমি এ ব্যাপারে প্রতিকার পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে ওয়ারিশ সূত্রে পাওয়া প্রাপ্য জমি দখল বুঝে নিতে বা পেতে প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষন করছি।

এলাকাবাসী জানান, এ বিষয়ে গ্রাম পর্যায়ে সালিশীর কথা বললেও সময় দিয়েও বিবাদীরা সালিশী স্থলে আসে না। মো. শাহ্ আলম ওরফে বুদু একজন অসৎ ও দুষ্ট প্রকৃতির লোক গ্রাম্য সালিশীর তারিখ যেদিন ধার্য্য করা হয় সেইদিন তিনি সালিশী স্থলে না এসে আদলতে গিয়ে মামলা করেন। বিবাদীরা এলাকার সালিস না মেনে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে এবং বাদীদের বিভিন্নরকম হুমকি দিয়ে আসতেছে।