ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার দাবিতে লাল কাফনে মোড়ানো প্রতীকী লাশ রেখে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হত্যার ১৫৩ দিন পার হলেও এখনো খুনিদের গ্রেপ্তার না হওয়ায় এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসন ভবনের সামনে রক্তমাখা কাফন বিছিয়ে দড়ি দিয়ে আংশিকভাবে সড়ক অবরোধ করা হয়। প্রতিবাদী ব্যানারে লেখা হয়— ‘সাজিদ হত্যার দায় মাথায় নিয়ে প্রশাসনিক ভবন চালাচ্ছি’।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবেই ১৫৩ দিনেও সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার হয়নি। তারা অভিযোগ করেন, লোক দেখানো তদন্ত কার্যক্রম চালিয়ে মূল অপরাধীদের আড়াল করা হচ্ছে। শিক্ষার্থীরা দাবি করেন, তদন্তে ব্যর্থ হলে দায়িত্ব শিক্ষার্থীদের হাতে ছেড়ে দেওয়া হোক।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বসে একটি নির্দিষ্ট ডেটলাইন নির্ধারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে তদন্তকারী সংস্থা পরিবর্তন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, বর্তমান তদন্তকারী সংস্থার ওপর শিক্ষার্থীদের আস্থা নেই। দ্রুত তদন্তকারী সংস্থা পরিবর্তন ও এ পর্যন্ত প্রশাসনের গৃহীত পদক্ষেপ জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি। দাবি মানা না হলে প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, হত্যাকাণ্ডের তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি নাটক করছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। দ্রুত বিচার না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।
শিক্ষার্থীরা বলেন, সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এমআর/সবা


























