রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের গিড়িয়ারপাড় এলাকায় পুকুর খুড়ির ডোবা থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রবিউল ইসলাম হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে তামাক ক্ষেতে পানি দিতে আসার সময় একজন কৃষক ইউড্রেনের ভেতরে অজানা জুতা দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে মরদেহটি শনাক্ত করা হয়। রবিউল ইসলাম রংপুর সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কেরানীরহাট বখতিয়ারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং জীবিকার তাগিদে মিশুক অটো চালাতেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে রবিউল বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি। রাতভর খোঁজাখুঁজি করা হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর ছবুর বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
এমআর/সবা


























