ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ শহীদ ওসমান হাদীর মৃত্যুতে সরকারিভাবে জাতীয় শোক ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস্ অ্যাসোসিয়েশন (বিএসবিওএ) এর ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন পুনঃতফসিল করা হয়েছে।
বিএসবিওএ নির্বাচন বোর্ড চেয়ারম্যান কমোডর (অব.) সৈয়দ আরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যান, ১ম ভাইস চেয়ারম্যান, ২য় ভাইস চেয়ারম্যান ও পরিচালক পদে ভোটগ্রহণ রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ভোট গণনা ও ফলাফল প্রকাশ নির্বাচন শেষে সঙ্গে সঙ্গেই করা হবে।
নির্বাচন সংক্রান্ত আপিল দাখিলের শেষ তারিখ সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টা, এবং আপিল নিষ্পত্তি ও নির্বাচন বোর্ডকে সিদ্ধান্ত অবহিতকরণ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত। চূড়ান্ত ফলাফলের বিরুদ্ধে আপিল দাখিলের শেষ তারিখ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা এবং আপিল নিষ্পত্তি ও সিদ্ধান্ত অবহিতকরণ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত। প্রয়োজনে চূড়ান্ত ফলাফল সংশোধন ও পুনঃপ্রকাশ করা হবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায়।























