০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পের অবহিতকরণ সভা

জামালপুরে স্থানীয় জনগণ ও প্রতিনিধিদের অংশগ্রহণে উন্নয়ন সংঘের (ইউএস) উদ্যোগে ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ।

উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা সভার সভাপতিত্ব করেন। সভায় মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক, প্রাণিসম্পদ ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি সংস্থার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। প্রকল্প ব্যবস্থাপক শেখ মো. মাসুদ পারভেজ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ধারণাপত্র উপস্থাপন করেন।

প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে: কৃষক, যুবক ও কিশোরী দল গঠন, সফল কৃষক নির্বাচন, জলবায়ু-স্মার্ট কৃষি ব্যবস্থা ও প্রদর্শনী প্লট স্থাপন, গুড এগ্রিকালচার প্র্যাকটিস (GAP) প্রশিক্ষণ, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয়, আধুনিক প্রযুক্তি ভিত্তিক প্লান্টিক্স এপস সচেতনতা, ফেসবুক গ্রুপের মাধ্যমে তথ্য আদান-প্রদান, কৃষক মাঠ দিবস আয়োজন এবং পুষ্টি সমৃদ্ধ ফসলের সম্প্রসারণ।

প্রকল্প সূত্রে জানা গেছে, সফল বাস্তবায়নের মাধ্যমে জামালপুর জেলা জলবায়ু-স্মার্ট ও দুর্যোগ সহনশীল এলাকায় পরিণত হবে এবং স্থানীয় জনগণকে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণে সক্ষম করা হবে। প্রজেক্টটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেশন (এসডিসি) আর্থিক সহায়তায় গেইন বাংলাদেশের কারিগরী সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। মোট বাজেট দুই কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৪০ টাকা এবং প্রকল্পটি ১৭ মাসে ২০২৬ সালের নভেম্বর মাসে সমাপ্ত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ বলেন, “প্রকল্পটি সময়োপযোগী। অন্যান্য উপজেলায় কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে।”

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পের অবহিতকরণ সভা

আপডেট সময় : ০৭:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

জামালপুরে স্থানীয় জনগণ ও প্রতিনিধিদের অংশগ্রহণে উন্নয়ন সংঘের (ইউএস) উদ্যোগে ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ।

উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা সভার সভাপতিত্ব করেন। সভায় মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক, প্রাণিসম্পদ ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি সংস্থার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। প্রকল্প ব্যবস্থাপক শেখ মো. মাসুদ পারভেজ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ধারণাপত্র উপস্থাপন করেন।

প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে: কৃষক, যুবক ও কিশোরী দল গঠন, সফল কৃষক নির্বাচন, জলবায়ু-স্মার্ট কৃষি ব্যবস্থা ও প্রদর্শনী প্লট স্থাপন, গুড এগ্রিকালচার প্র্যাকটিস (GAP) প্রশিক্ষণ, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয়, আধুনিক প্রযুক্তি ভিত্তিক প্লান্টিক্স এপস সচেতনতা, ফেসবুক গ্রুপের মাধ্যমে তথ্য আদান-প্রদান, কৃষক মাঠ দিবস আয়োজন এবং পুষ্টি সমৃদ্ধ ফসলের সম্প্রসারণ।

প্রকল্প সূত্রে জানা গেছে, সফল বাস্তবায়নের মাধ্যমে জামালপুর জেলা জলবায়ু-স্মার্ট ও দুর্যোগ সহনশীল এলাকায় পরিণত হবে এবং স্থানীয় জনগণকে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণে সক্ষম করা হবে। প্রজেক্টটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেশন (এসডিসি) আর্থিক সহায়তায় গেইন বাংলাদেশের কারিগরী সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। মোট বাজেট দুই কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৪০ টাকা এবং প্রকল্পটি ১৭ মাসে ২০২৬ সালের নভেম্বর মাসে সমাপ্ত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ বলেন, “প্রকল্পটি সময়োপযোগী। অন্যান্য উপজেলায় কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে।”