আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেনীর তিনটি আসনে আরো ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ এই তিনটি আসনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন। রবিবার ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুন্সি রফিকুল আলম মজনু, ইসলামি আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ আসনে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সামসুদ্দিন মজুমদার সাচ্চু, ইসলামি আন্দোলনের সেক্রেটারী মোহাম্মদ একরামুল হক, ফেনী- ৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন, ইসলামি আন্দোলনের মো: সাইফ উদ্দিন তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এরআগে ফেনী-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা, ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও এনসিপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জেলার তিনটি আসনে ১৬জনের মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রবিবার বিকালে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিএনপি নেতা আবু তালেব বলেন, বেগম খালেদা জিয়া এই পর্যন্ত যত আসনে নির্বাচনে অংশগ্রহন করেছেন সবকটি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কখনো ভোটে পরাজিত হননি। রাজনীতিতেও তিনি আপোষহীন নেত্রী হিসেবে শুধুমাত্র বাংলাদেশের জন্য নয় বিশ্ব দরবারেও স্থান করে নিয়েছেন।
তিনি যেহেতু অসুস্থ সেই হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক বেগম জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দেশের কোটি মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শুধুমাত্র ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াবাসী নয় সারা দেশের মানুষ বেগম জিয়া যেন সুস্থ হয়ে ফিরে আসেন সেই অপেক্ষায় রয়েছেন।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফুলগাজী উপজেলার শ্রীপুর। এ আসন থেকে তিনি টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
























