বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার (২২ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে একটি আনন্দ মিছিল বের করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে নেতাকর্মীরা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে; উই আর কলিং, তারেক রহমান কামিং; বাংলাদেশ ইজ কলিং, তারেক রহমান কামিং ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির, উল্লাস, রাফিজ, নুরউদ্দিন সহ শতাধিক নেতাকর্মী।
ইবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, আপনারা ৭২ থেকে ৭৫ এর ইতিহাস জানেন। বাংলাদেশ কতটা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছিল। সিপাহি জনতার বিপ্লব শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসে। দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যান তিনি। সেদিন থেকে আজ পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের পুত্র সূদুর লন্ডনে থেকেও দেশকে ধরে রেখেছেন। হাদি হত্যার মাধ্যমে প্রমাণিত হয় যে এদেশের নিজ পায়ে দাড়ানো রুখতে ষড়যন্ত্র চলছে। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে যাবে, গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হবে।
শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আগামী ১২ তারিখেই নির্বাচন হবে ইনশাআল্লাহ, কোন ষড়যন্ত্র এই নির্বাচন বানচাল করতে পারবে না। আমরা গত ১৭ বছর গুম খুনের শিকার হয়েছি। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এতদিন ধরেও আমাদের নেতৃত্ব দিয়েছেন। কেও আমাদের ভাঙতে পারেনি, সবাই ঐক্যবদ্ধ ছিলাম। আমরা কখনোই আন্ডারগ্রাউন্ড হয়ে যাইনি। আমরা ১০ জন থাকলেও মানুষের পক্ষে কথা বলেছি। দিল্লি বসে, পিন্ডি বসে কেও নির্বাচন বানচাল করতে পারবে না। অবিলম্বে সারা বাংলাদেশে যত অবৈধ অস্ত্র আছে সব অস্ত্র ড. ইউনুস সরকারকে উদ্ধার করতে হবে। ইন্টেরিমকে অবশ্যই হাদি হত্যার বিচার করতে হবে এবং সাজিদ আব্দুল্লাহর খুনিদের অবশ্যই গ্রেফতার করতে হবে৷

























