ফেনীতে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় জেলার ছয় উপজেলার ১২ জন হতদরিদ্র ও বিধবা নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ফেনী প্রবাসী ফোরাম ইউএই-এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশের খবর-এর জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন বেলাল। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাড়বকুণ্ডু হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মো. শাজাহান, মাওলানা ফয়েজ উল্লাহ, আরিফুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাবেক যুগ্ম সম্পাদক নুর উল্যাহ কায়সার এবং এখন টিভির স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও বিধবা নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রবাসে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ভবিষ্যতে সামাজিক উন্নয়ন, দুর্যোগকালীন সহায়তা এবং প্রবাসে নিহত রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেন সংগঠনের নেতৃবৃন্দ।
























