শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব ঘুঘড়াকান্দি গ্রামের তিন বছর বয়সী শিশু আয়শা সিদ্দিকা জন্ম থেকেই জটিল হৃদরোগে আক্রান্ত। অটোরিকশাচালক মোহাম্মদ আলী ওরফে মিস্টারের তৃতীয় কন্যা আয়শার হৃদপিণ্ডে ছিদ্র ও হার্টের ভাল্বে জটিলতা রয়েছে। চিকিৎসকদের মতে, তাকে বাঁচাতে ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই অপারেশন প্রয়োজন, যার সম্ভাব্য ব্যয় ৪ থেকে ৫ লাখ টাকা। দরিদ্র পরিবারের পক্ষে এ অর্থ জোগাড় করা অসম্ভব হওয়ায় শিশুটির জীবন আজ অনিশ্চয়তায়।
শিশুটির বাবা জানান, ছয় মাস বয়স থেকেই আয়শার শারীরিক জটিলতা দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও পরে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সীমিত আয়ের কারণে চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয়।
আয়শার মা সুমা আক্তার জানান, অসুখ বেড়ে গেলে শিশুটির শ্বাসকষ্ট হয়, শরীর নীল হয়ে যায়। পুষ্টিকর খাবারের পরামর্শ থাকলেও অভাবের সংসারে তা জোগানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে পরিবারের বড় দুই মেয়ে পড়াশোনায় থাকায় একমাত্র উপার্জনক্ষম বাবার ওপরই সব দায়িত্ব।
কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহায়তা দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের মাধ্যমে সম্ভাব্য সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
অসহায় বাবা-মা কন্যার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছেন। সহায়তা করতে ইচ্ছুকরা ০১৯৮৮২৭৬৫৩৬ (বিকাশ) নম্বরে যোগাযোগ করতে পারেন।























