কুড়িগ্রামে শিশু সুরক্ষা জোরদারে কমিউনিটি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির কুড়িগ্রাম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের প্রোগ্রাম অফিসার মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম ও কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুল আমিন। কুড়িগ্রাম সদরের দুটি ইউনিয়নের ইউপি সদস্যরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দারিদ্র্য ও ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
এ সময় সহকারী প্রোগ্রাম অফিসার ফাহমিদা হামিদ ও রিয়াজ উদ্দিন, সংস্থার স্বেচ্ছাসেবক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




















