ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ ওসমান ও মোঃ আব্দুর শুক্কুর নামে দুই সহোদরের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার (২১ ডিসেম্বর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মনজুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনকে অবহিত করা হলেও, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বসতঘর পুড়ে যাওয়ায় তারা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন। আনুমানিক ক্ষয়ক্ষতি চার লাখ টাকার বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারটির সদস্যরা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহায়তার জন্য অনুরোধ জানিয়েছেন।
নাজিরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যাতে দ্রুত পুনর্বাসন ও সহায়তা দেওয়া যায়, সে বিষয়টি আমাদের অগ্রাধিকার। স্থানীয়ভাবে যারা সহায়তা করতে আগ্রহী, তাদের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।”
স্থানীয়রা জানিয়েছেন, আগুনের সূত্রপাত খুব দ্রুত ঘটে যাওয়ায় পরিবারের মূল্যবান সম্পদও পুড়ে গেছে। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত পুনর্বাসন ও জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
























